<p>জমশেরপুর আশরাফুল উলুম নূরানী মাদ্রাসার প্রশাসন গঠিত একটি অভিজ্ঞ এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী কমিটির মাধ্যমে:</p><p><strong>মুহতামিম (প্রধান):</strong> তিনি মাদ্রাসার প্রধান নির্বাহী ও শিক্ষাগত তত্ত্বাবধায়ক। তিনি সকল দ্বীনি ও প্রশাসনিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন।</p><p><strong>পরিচালনা কমিটি/শুরা কমিটি:</strong> স্থানীয় আলেম, শিক্ষানুরাগী এবং গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই কমিটি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও সার্বিক উন্নয়ন তদারকি করে।</p><p><strong>শিক্ষক মণ্ডলী:</strong> সহীহ তাজবিদ ও মাসআলা-মাসায়েলে পারদর্শী এবং আন্তরিক উস্তাদ ও হাফেজদের সমন্বয়ে গঠিত, যারা শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নশীল।</p><p><strong>হিফজ বিভাগ তত্ত্বাবধায়ক:</strong> হিফজ বিভাগের শিক্ষার্থীদের অগ্রগতি ও মান নিয়ন্ত্রণের জন্য বিশেষ তত্ত্বাবধায়ক নিয়োজিত।</p>